ফরিদপুরের গৌরব কালিদাস কর্মকারের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Sunday, October 18, 2020

ফরিদপুরের গৌরব কালিদাস কর্মকারের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

 


ফরিদপুর প্রতিনিধি :  
বিশ্ব বরেণ্য শিল্পী ফরিদপুরের গৌরব কালিদাস কর্মকারের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে নানা অয়োজনে। এ উপলক্ষে সকাল দশটায় শিল্পীকে স্মরণ করতে এক অনাড়ম্বর আয়োজনে সমবেত হন ফরিদপুরের পাঠ মনস্ক ক্ষুদ্র গোষ্ঠি 'বইঘাটা'র সদস্যবৃন্দ।  


সদস্যগন এই ক্ষনজন্মা প্রতিভার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মানুষ ও ধর্মে আস্থাশীল কালিদাস যিশুর মত কাঁটার মুকুট পরে নিজেকে মর্মান্তিক কষ্টের প্রতিক হিসেবে উপস্থাপিত করেছিলেন। সুন্দর এখন ব্যাপকভাবে আক্রান্ত এই তথ্য শিল্পীত রূপ পেয়েছে তাঁর ছবিতে।
আলোচকরা এই মহান শিল্পীর শিল্পকর্ম রক্ষায় সরকারি উদ্যোগ কামনা করেন এবং স্মৃতি রক্ষায় ফরিদপুরে তাঁর নামে একটি শিল্প শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার তাগিদ প্রকাশ করেন। 


আয়োজিত এ আলোচনায় ফরিদপুরের শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের মধ্যে অংশ গ্রহন করেন, সৈকত রহমান, অমিত মনোয়ার, সুপ্রিয়া বিশ্বাস, শ্রিপা গোস্বামী, শ্যামল বিশ্বাস, কবিতা দাস, মাহফুজুল আলম, শামসুন্নাহার পপি, ফারুক সিদ্ধার্থ, গালিব রহমান, শামীমা শীমু প্রমুখ।

No comments: