সাংবাদিক আহম্মদ ফিরোজের ১ম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২৮, ২০২০

সাংবাদিক আহম্মদ ফিরোজের ১ম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার

 


ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক আহম্মেদ ফিরোজ এর ১ম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৯ অক্টোবর বৃহস্পতিবার। এ উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাব ও মরহুমের পরিবারের পক্ষ হতে আগামী রোববার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 


গত বছরের এই দিনে ৬৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। একজন সাহসী চারণ সাংবাদিক হিসেবে ফরিদপুরের সকল মহলে সুপরিচিত ছিলেন। 


সাংবাদিক আহমেদ ফিরোজ আহমেদ ফিরোজ দৈনিক মিল্লাত পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি এবং এছাড়া ফরিদপুরের একটি অনলাইন পত্রিকা সম্পাদনার সাথে জড়িত ছিলেন তিনি। সাংবাদিকতার পাশপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডেও নিবেদিত ছিলেন।


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বাশবাড়িয়া গ্রামের আহম্মেদ ফিরোজ মৃত ফজলুর করিম ও আনোয়ারা বেগম দম্পতির সন্তান। ৯ ভাই ও বোনের মধ্যে তিনি তৃতীয় ছিলেন। তিনি অবিবাহিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here