ফরিদপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৪, ২০২০

ফরিদপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে মুজিববর্ষ উপলক্ষে ছেলে ও মেয়েদের নিয়ে এক জমকালো প্রীতি কাবাডি ম্যাচ মঙ্গলবার রাতে বোয়ালমারী উপজেলার কাদিরদী মাঠে অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা পুলিশের সহযোগিতায় এবং কাবাডি কমিটির আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক, এশিয়া মহাদেশের কাবাডি ফেডারেশনের সিনিয়র সহসভাপতি, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম-(বার), পিপিএম (বার)।  
 

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম (সেবা) এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাশেদুল ইসলাম, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, বোয়ালমারী উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন প্রমুখ।
 

খেলায় ছেলেদের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বোয়ালমারী উপজেলা দল তারা প্রতিপক্ষ ফরিদপুর সদর দলকে ৪৮-৪২ পয়েন্টে পরাজিত করে বিজয়ী হয়। এছাড়া মেয়েদের ইভেন্টে চ্যাম্পিয়ন হয় বোয়ালমারী উপজেলা দল। তারা প্রতিপক্ষ ফরিদপুর সদর দলকে ৩২-২৬ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 


প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এদেশে কাবাডি অত্যন্ত জনপ্রিয় খেলা। ভবিষ্যতে বাংলাদেশের কাবাডি দল বহির্বিশ্বে তাদের সুনাম অক্ষুন্ন রাখে বলে আশা প্রকাশ করেন তিনি। 

খেলায় মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বোয়ালমারী দলের চায়না। অন্যদিকে ছেলেদের বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের শুভ। খেলায় হাজার হাজার দর্শক কাবাডি খেলাটি উপভোগ করে।

Post Top Ad

Responsive Ads Here