ফরিদপুরে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজেন ৮ এর রোড শো অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২০

ফরিদপুরে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজেন ৮ এর রোড শো অনুষ্ঠিত

 


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজেন ৮এর অফার উপলক্ষে রোড শো অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের গোয়ালচামট ওয়ালটন প্লাজার সামনে থেকে রোড শোটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।


রোড শোটির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাষ্টার। 


এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জোনের এরিয়া ম্যানেজার আবু নাসের প্রধান, ফরিদপুর ওয়ালটনের প্লাজার ম্যানেজার শরীফুল ইসলাম, ওয়ালটন নীলটুলি শাখার ম্যানেজার দুলাল মিয়া, কানাইপুর শাখার ম্যানেজার হাফিজুর রহমান, ওয়ালটন ভায়না মোড় মাগুরা শাখার ম্যানেজার শামীম আল মামুন, ওয়ালটন প্লাজা মাগুরা শাখার ম্যানেজার অমিত কুমার সাহা সহ ওয়ালটন প্লাজার সকল র্ষ্টাফ ও ডিলার বৃন্দ। 


এরআগে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজেন ৮এর আওতায় বিজয়ী ফ্রিজ ক্রেতা কাজী ইনরামুল হক এর হাতে পুরুস্কার হিসেবে দেড় লাখ টাকার পুরুস্কার তুলে দেন আগত অতিথিরা।

Post Top Ad

Responsive Ads Here