রাজশাহী পরিত্যাক্ত ডোবায় থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে আরএমপি পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১৬, ২০২১

রাজশাহী পরিত্যাক্ত ডোবায় থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে আরএমপি পুলিশ

 


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহীঃ

রাজশাহী নগরীর সিটি বাইপাস গরুহাট পাশে পরিত্যাক্ত ডোবায় ১টি ড্রামের মধ্যে লাশটি পাওয়া গেছে। রাজশাহী মেট্রেপলিটন পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, অপরাধীকে সনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে। 

আজ শুক্রবার স্থানীয় একজন কৃষক জমিতে পানি শেষ দিতে গিয়ে ডোবায় একটি ড্রাম ভাসতে দেখেন। এরপর তিনি ওই ড্রামটি ভাঙ্গার চেষ্টা করেন। এ সময় তিনি ড্রামের ভেতর পা দেখতে পান। এরপর তিনি পুলিশকে খবর দেন। ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে অনুমান করা হচ্ছে তার বয়স ২৩ থেকে ২৫ বছর হতে পারে। অন্য কোথাও ওই যুবতীকে হত্যা করে মৃত দেহ সিটি বাইপাস হাটের পাশে ডোবার মধ্যে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

একটি পরিত্যাক্ত ডোবা থেকে যুবতী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। কে বা কারা কেন হত্যা করেছে তা এখন নিশ্চিত হওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তিতে আইন গত ব্যবস্থা নেয়া হবে বলে জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো সাইফুল সরকার।

Post Top Ad

Responsive Ads Here