দোয়ারাবাজার প্রতিনিধিঃ
গবাদিপশুর উন্নয়ন, পুষ্টি ও আমিষের মানবৃদ্ধির লক্ষে দোয়ারাবাজার উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৫ জুন) দিনব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.আব্দুল কাহিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা.মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার দীপংকর সুত্রধর, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. শাহিন মিয়া, উপজেলা পল্লি জিবিকায়ন প্রকল্প কর্মকর্তা সাহিনুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াছমিন বেগম, উপজেলা সেচ্চাসেবকলীগ নেত মো.ছালিক মিয়া,সমাজসেবক মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, আব্দুল জলিল, উপসহকারী প্রাণিসম্পদ (সম্প্রসারণ) কর্মকর্তা রতন চন্দ্র সরকার, (প্রাণিচিকিৎসা) মোকলেসুর রহমান, লাইফষ্টোক ফিল্ড এসিস্ট্যান্ট তাপশ মন্ডল, সামিউল প্রদান, এছাড়াও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিল...