বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতির দায়িত্ব পেলেন কামরুল সিকদার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ০৩, ২০২১

বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতির দায়িত্ব পেলেন কামরুল সিকদার

 


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ


ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন ভোরের কাগজের সাংবাদিক কামরুল সিকদার।

 বুধবার (২ জুন) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ফরিদপুর জেলা শাখা তাকে এই দায়িত্ব প্রদান করেন। ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের অফিস কক্ষে বুধবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বর্তমান সহ-সভাপতি কামরুল সিকদারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিন, সহ-সভাপতি শেখ ফজলুল করিম, এস এম মহাব্বত আলী, দপ্তর সম্পাদক সাজিদুর রহমান সোহেল, বোয়ালমারী উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এস কে মনজুর তুষার প্রমুখ।


ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিন গত ২ জুন স্বাক্ষরিত এক পত্রে বোয়ালমারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের  সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে কামরুল সিকদারকে দায়িত্ব প্রদান সম্পর্কে উল্লেখ করা হয়, বোয়ালমারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. তবিবুর রহমান মিন্টুর মৃত্যুতে সভাপতির পদ শূন্য হওয়ায় ও ১ নং সহ-সভাপতি চাকুরিজনিত কারণে ঝিনাইদহ জেলার কালীগঞ্জে অবস্থান করায় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শওকত আলী জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিনের পরিচালনায় এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ২ নং সহ-সভাপতি কামরুল সিকদারকে বোয়ালমারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হল।


কামরুল সিকদারকে বোয়ালমারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত)-র দায়িত্ব দেয়ায় অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান তাকে শুভেচ্ছা জানিয়েছেন। 


কামরুল সিকদার এর আগে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন যাবত আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তিনি ১৯৯৫-৯৬ সালে বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রী সংসদের এজিএস ছিলেন। 


উল্লেখ্য, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ৮ মার্চ  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. তবিবুর রহমান মিন্টু (৫৫) অকাল প্র‍য়াত হওয়ায় পদটি শূন্য হয়।




Post Top Ad

Responsive Ads Here