সময় সংবাদ ডেস্কঃ
দেশের বেশিরভাগ নারী দাম বেশি এবং অসচেতনার কারণে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। ফলে দেশের অধিকাংশ নারী রয়েছে প্রজনন স্বাস্থ্য ঝুঁকিতে। তাদের কথা মাথায় রেখে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে পণ্যটির দাম কমানোর প্রস্তাব রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত ন্যাপকিনের সমুদয় মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি কাঁচামাল আমদানিতে ভ্যাট অব্যাহতি সুবিধা দুই বছরের জন্য বাড়ানো হয়েছে।
অর্থমন্ত্রীর এই প্রস্তাব গৃহীত হলে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার উৎপাদন ব্যয় কমে যাবে। ফলে দামও কিছুটা কমবে।
এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।