স্ত্রীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ০৪, ২০২১

স্ত্রীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও


 

সময় সংবাদ ডেস্কঃ


টাঙ্গাইলের ঘাটাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর স্বামীরও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়।

তারা হলেন- ওই উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের গর্জনা গ্রামের সোহরাব আলী আকন্দ তার স্ত্রী সুফিয়া বেগম।


এ দম্পতির মেজ ছেলে কামাল হোসেন জানান, শুক্রবার সকালে জানাজা শেষে গ্রামের সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।


জানা গেছে, ২৮ মে হঠাৎ সোহরাব আলী আকন্দ এবং তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইজনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। পরে অবস্থার অবনতি হলে তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সেখানেই সুফিয়া বেগমের মৃত্যু হয়। এর পাঁচ ঘণ্টা পর রাত ১০টার দিকে সোহরাব আলী আকন্দও মারা যান।


সোহরাব-সুফিয়া দম্পতির চার মেয়ে ও তিন ছেলে। বড় ছেলে ড. এসএম ইকবাল হোসেন গাজীপুর বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বর্তমানে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিজ্ঞান অনুষদের ডিন, বড় মেয়ে নাজমা খাতুন সখীপুর আবাসিক মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক, মেজ এলিনা পারভীন জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।

Post Top Ad

Responsive Ads Here