চরভদ্রাসন ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ০৫, ২০২১

চরভদ্রাসন ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন

 



নিজস্ব প্রতিবেদক ( ফরিদপুর):

আজ(০৫/০৬/২০২১) বিকেল ৪ ঘটিকায় চরভদ্রাসন উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাজেট উত্তর আনন্দ মিছিল এবং ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা বাস্তবায়ন লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।


 

"এই সুন্দর ধরণী থাকবে সুজলা-সুফলা শস্য-শ্যামলা" এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হৃদয় এর নেতৃত্বে এবং তাদের উপস্থিতিতে উপজেলা ছাত্রলীগের কর্মীদের নিয়ে চরভদ্রাসন সরকারি কলেজ চত্তরে গাছ লাগিয়ে এর উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়।






এর আগে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রকাশ করায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চরভদ্রাসন উপজেলা ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে।


 


ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সংক্ষিপ্ত বক্তব্য রাখে এবং ১০১ টি বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে।




উল্লেখ্য বিশ্বব্যাপী পরিবেশ দূষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭ তম অধিবেশনে প্রতি বছর ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। জাতিসংঘ এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য রেখেছে "বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার "


Post Top Ad

Responsive Ads Here