সময় সংবাদ ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে পায়ুপথ থেকে ১ হাজার ৯৫০ ইয়াবাসহ মো. সাইদুল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত মো. সাইদুল ফরিদপুর জেলার নলিয়া এলাকার লাল মিয়ার ছেলে।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো.হাফিজুর রহমান।
ওসি জানান, সোমবার রাতে থানা পুলিশের একটি টিম হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তির দেয়া তথ্যানুসারে তার পায়ুপথ থেকে ১ হাজার ৯৫০ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

