ঝিনাইদহ প্রতিনিধিঃ
মঙ্গলবার সকালে মহেশপুর শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ১৩ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবি ও থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবি’র অধিনস্ত শ্যামকুড় বিওপির কমান্ডার সিরাজের নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে শ্যামকুড় মাঠের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬জন শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল, ফরিদপুর, যশোর ও ঢাকা জেলায়। আটককৃতরা জানায়, তারা কাজের উদ্দেশ্যে ভারতে যাচ্ছিল। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে। একটি মানবাধিকার সংগঠন দুপুরে তাদের খাবারের ব্যবস্থা করে।