পদ্মাপাড়ে লালন শাহ পার্কের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ০১, ২০২১

পদ্মাপাড়ে লালন শাহ পার্কের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন


 

ওবায়দুল ইসলাম রবি রাজশাহী প্রতিনিধিঃ


পদ্মাপাড়ে লালন শাহ পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার বিকেলে পদ্মাপাড় ঘুরে চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে উন্নয়ন কাজরে অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং টেকসই উন্নয়ন ও সৌন্দর্য্য বর্ধনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সিটি মেয়র ।


পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, উপ-সহকারী প্রকৌশলী শিশির আহম্মেদ, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here