সময় সংবাদ ডেস্কঃ
রংপুরের গঙ্গাচড়ায় খালেদা বেগম (৪০) নামে এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত ও আরও চারজন ব্যক্তি আহত হয়েছেন। নিহত নারী গঙ্গাচড়া থানা এলাকার খলেয়া ইউনিয়নের উত্তর খলেয়া গ্রামের আনিছুর রহমানের স্ত্রী।
মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে সাতটার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের উত্তর খলেয়া হাজী পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও গঙ্গাচড়া মডেল থানার এস আই ফারুক জানান, খালেদা বেগম মঙ্গলবার সকালে ভ্যান যোগে একটি কোম্পানিতে কাজে যাচ্ছিল। পথিমধ্যে দিনাজপুর থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ওই ভ্যানে আরও চারজন যাত্রী ছিল।
স্থানীয়রা দ্রতই আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।