মহাখালীর হাত-পা ও মাথাবিহীন মরদেহের রহস্য উদঘাটন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ০১, ২০২১

মহাখালীর হাত-পা ও মাথাবিহীন মরদেহের রহস্য উদঘাটন


 


সময় সংবাদ ডেস্কঃ


রাজধানীর মহাখালী থেকে উদ্ধার করা ছয় টুকরো মরদেহটির রহস্য উদঘাটিত হয়েছে। ময়না মিয়া নামের ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর মরদেহটি ছয় টুকরো করে ফেলে যান তার প্রথম স্ত্রী ফাতেমা আক্তার। এ ঘটনায় অভিযুক্ত ফাতেমাকে গ্রেফতার করেছে ডিবি।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, ময়না মিয়াকে হত্যা করেন তার প্রথম স্ত্রী ফাতেমা আক্তার। পারিবারিক কলহের জেরে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।


ডিবি সূত্রে জানা যায়, সোমবার তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে ডিবি। বনানীতে তার দেখানো জায়গায় গিয়ে মাথাটি উদ্ধার করা হয়। ফাতেমার অভিযোগ, ময়না মিয়া তার কাছ থেকে শুধু টাকা চাইতেন। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরেই তাকে হত্যা করেন।


এর আগে, রোববার রাতে মহাখালীর আমতলী থেকে হাত-পা ও মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে সোমবার হাত-পা এবং মাথা উদ্ধার করা হয়। নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে জানা যায় তার নাম ময়না মিয়া। পেশায় অটোরিকশাচালক ময়নার বাড়ি কিশোরগঞ্জে। ফাতেমা ছাড়াও আরেক স্ত্রী রয়েছে তার। সে কিশোরগঞ্জে থাকে।


এ হত্যাকাণ্ডের বিষয়ে আজ মঙ্গলবার ডিএমপিরি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Post Top Ad

Responsive Ads Here