সোনা জিতে ৪৫ বছর অপক্ষার অবসান করলেন ডাফি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২৭, ২০২১

সোনা জিতে ৪৫ বছর অপক্ষার অবসান করলেন ডাফি


 

সময় সংবাদ ডেস্কঃ



অলিম্পিকে ৪৫ বছর আগে প্রথম পদক পেয়েছিল বারমুডা। দীর্ঘদিন অপক্ষার পর মেয়েদের ট্রায়াথলনে বাজিমাত করে পদক জিতলেন ফ্লোরা ডাফি।

টোকিও অলিম্পিকের চতুর্থ দিনে ওদাইবা মেরিন পার্কে মেয়েদের সাঁতার, সাইক্লিং ও দৌড় মিলিয়ে হওয়া ট্রায়াথলনে ১ ঘণ্টা ৫৫ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ডাফি।


৩৩ বছর বয়সী এই অ্যাথলেটের হাত ধরে অলিম্পিকসের ইতিহাসে নিজেদের প্রথম সোনার স্বাদ পেল বারমুডা।


বারমুডার দ্বিতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকের ইতিহাসে পদক জিতলেন ফ্লোরা। ১৯৭৬ সালের মন্ট্রিল অলিম্পিকসে মেন’স হেভিওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন ক্লারেন্স হিল।


গ্রেট বৃটেনের জর্জিয়া টেইলর-ব্রাউন ১ ঘণ্টা ৫৬ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে রুপা পেয়েছেন। 


১ ঘণ্টা ৫৭ দশমিক ০৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী কেটি জ্যাফার্স।

Post Top Ad

Responsive Ads Here