সময় সংবাদ ডেস্কঃ
রাজধানীতে করোনা প্রতিরোধে আরোপিত বিধিনিষেধ অমান্য করে সড়কে ঘোরাঘুরি করার অভিযোগে ৫৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার কঠোর লকডাউনের পঞ্চমদিনে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে ২৩৬ জনকে ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির এডিসি (মিডিয়া) মো. ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, লকডাউনে ট্রাফিক আইন অমান্য করে গাড়ি নিয়ে বের হওয়ার কারণে ৪৯৭টি গাড়িকে ১১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।