সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক আতাউরের বাঁচার আকুতি" ভিত্তশালীদের সাহায্যের আবেদন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ২৬, ২০২১

সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক আতাউরের বাঁচার আকুতি" ভিত্তশালীদের সাহায্যের আবেদন




দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ  

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সুনামগঞ্জের শ্রমিক আতাউরের বাঁচার আকুতি। চট্টগ্রামে কাগজ ফ্যাক্টরিতে কর্মরত আতাউর রহমান ঈদের ছুটিতে চট্টগ্রাম থেকে সুনামগঞ্জে বিআরটিসি বাস যোগে বাড়িতে আসার পথে হবিগঞ্জ দরগাহ গেইটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আতাউর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলা ৯ নং ওয়ার্ডের ২৭ নং সিটে চিকিৎসা ধীন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য প্রায় লাখ টাকার প্রয়োজন। তাই সে ভিত্তবান ও সরকারি সহযোগিতা চেয়েছেন। এছাড়াও অপারেশনের জন্য "ও-পজেটিভ" ব্লাডের প্রয়োজন জরুরী। সে সুনামগঞ্জের সদর নই গাঁও গ্রামের মৃত গোলজর আলীর পুত্র। বর্তমানে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে বসবাস করছে। 

তার এক আত্বিয়র মাধ্যমে জানা যায় গত ১৮ জুলাই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে রয়েছে। সে খুবই অসহায় লোক। শ্রমিকের কাজ করে সংসার চালাতে হিমসিম খাচ্ছে চিকিৎসার ব্যায় করার মত শক্তিতার নেই। টাকা দেওয়ার মত আত্বীয় স্বজন ও নেই। সমাজের ভিত্তশালী লোকদের সহযোগিতা পেলে চিকিৎসা সেবা পেয়ে স্বাভাবিক জীবন ফিরে পেত। সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক আতাউর বলেন, চিকিৎসা ব্যায় করার মত আমার সম্পদ ও টাকা পয়সা নেই ভিত্তবানদের সহযোগিতা পেলে আমি স্বভাবিক জীবনে ফিরতে পারি তা না হলে সারা জীবন পঙ্গুত্ব বরণ করতে হবে।

আমার আত্বিয়ের বিকাশ নাম্বার 01703024516.আপনাদের সহযোগিতায় বাঁচতে পারি।

Post Top Ad

Responsive Ads Here