পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির পাঙ্গাস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ২৬, ২০২১

পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির পাঙ্গাস



রাজবাড়ী প্রতিনিধিঃ 

পদ্মায় জেলের জালে ধরা পরেছে ১৫ কেজি ওজনের এক বিশাল আকৃতির পাঙ্গাস মাছ। মাছটি বিক্রি হয়েছে সাড়ে ১৯ হাজার টাকায়। 

পদ্মা ও যমুনা নদীর মোহনায় সোমবার (২৬জুলাই) ভোরে রাজবাড়ী জেলার অন্তর মোড় এলাকার জেলে শাহিন শেখ এর জালে বিশাল পাঙ্গাস মাছ ধরা পড়ে।

যানা যায়, জেলে শাহিন শেখ সোমবার সকাল ৮ টার দিকে নৌকায় করে মাছটি দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে নিয়ে আসলে নৌকা থেকে মাছটি ১ হাজার ২শত টাকা কেজি দরে মোট ১৮ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয় স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজাহান। এ সময় বিশাল মাছটি দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় জমায়। পরে মাছটি ১ হাজার ৩'শ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৫' শ টাকায় ঢাকার একগাড়ী ব্যবসায়ীর নিকট মাছটি বিক্রি করেন।


মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজান জানান, এখন নদীতে নতুন পানি বৃদ্ধি পাচ্ছে সে কারনে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে। এত বড় পাঙ্গাস মাছ সচরাচর সব সময় নদীতে পাওয়া যায় না। তবে মাঝে মধ্যে দুই একটি বড় মাছ পাওয়া যায়।

Post Top Ad

Responsive Ads Here