রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আসছে উচ্চ প্রযুক্তিসম্পন্ন রিসার্কুলেশন প্লান্ট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ২৩, ২০২১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আসছে উচ্চ প্রযুক্তিসম্পন্ন রিসার্কুলেশন প্লান্ট


  


সময় সংবাদ ডেস্কঃ


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে তিনটি রিসার্কুলেশন প্লান্ট পাঠানো হয়েছে। ইজেভেস্ক ইলেক্ট্রোক্যামিক্যাল প্লান্ট থেকে এটোমস্ত্রয় এক্সপোর্ট কোম্পানিকে পাঠানো এ সরঞ্জামগুলো সেন্ট পিটার্সবার্গ থেকে সমুদ্রপথে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কমিশনের (রোসাটম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রিসার্কুলেশন প্লান্টগুলো অত্যন্ত উচ্চ প্রযুক্তিসম্পন্ন। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তি শিল্প আরো শক্তিশালী হবে। প্লান্টগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে পারে। এটি মেইন কন্টেইনমেন্ট এরিয়াতে যেখানে রিঅ্যাক্টর থাকে সেখানে এটি রিঅ্যাক্টর অপারেশনের জন্য প্রয়োজনীয় শীতল বাতাস সরবরাহ করবে।


প্লান্টগুলোর প্রত্যেকটি অংশকে আলাদা আলাদাভাবে প্যাকেজ হিসেবে পাঠানো হয়েছে। এই সরঞ্জামের জন্যে প্রয়োজনীয় দলিলপত্র একটি বর্গাকার বাক্সে পাঠানো হয়েছে যার ওজন ১৫০ কেজি।


সার্কুলেশন প্লান্টগুলোকে ইজেভেস্ক সমুদ্র বন্দর থেকে গত সপ্তাহে সেন্ট পিটার্সবার্গ পাঠানো হয়। সেখান থেকে ইজেভেস্কের এই সরঞ্জামগুলোকে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌছতে লম্বা পথ পাড়ি দিতে হবে।

Post Top Ad

Responsive Ads Here