হবিগঞ্জে পুলিশ সদস্য মাদকসহ গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ২৩, ২০২১

হবিগঞ্জে পুলিশ সদস্য মাদকসহ গ্রেপ্তার





 হবিগঞ্জ প্রতিনিধিঃ


হবিগঞ্জ জেলার পুলিশ কর্মকর্তা (এসআই) নিজের গ্রামের বাড়ি ময়মনসিংহের যাওয়ার সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান নিয়ে 

রওনা দেয়ন। 

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মাদক মাদকের বড় একটি চালান আসছে এমন খবর পেয়ে ময়মনসিংহ‌ জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান শুরু করে। এক পর্যায়ে মাদকদ্রব্যসহ আটক করা হয়, হবিগঞ্জ জেলার কোর্ট ষ্টেশন পুলিশ ফাঁড়িতে এসআই হিসেবে কর্মরত আব্দুল মুমিন সিরাজীকে।

বর্তমান সরকার মাদকদ্রব্য নিয়ে কঠোর অবস্থানে জিরো টলারেন্স করতে পুলিশ বাহিনীর উপর সবচেয়ে বেশী আস্থাশীল।

প্রসাশন সূত্রে জানা যায়, ঈদের ছুটি নিয়ে (বরখাস্তকৃত) মুমিন সিরাজী ময়মনসিংহ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার সময় বিপুল পরিমাণ মাদকসহ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে অভিযানে ১৬ কেজি গাঁজা ও ৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে।

 মাদক বহনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হবিগঞ্জের কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির (বরখাস্তকৃত) (এসআই) আব্দুল মুমিন সিরাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে, হবিগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার এসএম মুরাদ আলী মাদকদ্রব্যসহ আটক এর বিষয়টি

নিশ্চিত করে বলেন, বর্তমান সরকার

মাদক জিরো টলারেন্স করতে সব ধরনের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এসআই আব্দুল মুমিন সিরাজী (বরখাস্তকৃত) তার বিরুদ্ধে পুলিশি ক্ষমতার অপব্যবহার করার জন্য আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। আইনের উর্ধ্বে কেউ নয়।

Post Top Ad

Responsive Ads Here