তরুণীকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, প্রধান আসামি গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২৭, ২০২১

তরুণীকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, প্রধান আসামি গ্রেফতার




সময় সংবাদ ডেস্কঃ

 চট্টগ্রামের পটিয়ায় তরুণীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার।
এর আগে, রোববার রাতে উপজেলার বাদামতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাদাত ওই উপজেলার কচুয়াই এলাকার নুরুল আলমের ছেলে।

র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ জুলাই দিনভর ছনহরা ইউনিয়নের গোয়াতলী এলাকায় ওই তরুণীকে ধর্ষণ করেন শাহাদাত। এর একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে হত্যার উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় এক ব্যক্তি রাস্তার পাশে গুরুতর আহত ওই তরুণীকে দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ঘটনার পরপরই ভুক্তভোগী তরুণীর ভাই পটিয়া থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেন।

এএসপি নুরুল আবছার বলেন, মামলার পর ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহাদাতকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার কথা স্বীকার করেন শাহাদাত। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here