গোপন বৈঠক’ এর সময় জামায়াতে ইসলামীর ১৯ নেতাকর্মী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২৭, ২০২১

গোপন বৈঠক’ এর সময় জামায়াতে ইসলামীর ১৯ নেতাকর্মী আটক


 

সময় সংবাদ ডেস্কঃ


চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ এর সময় জামায়াতে ইসলামীর ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে চান্দগাঁও থানার অদুরপাড়ায় একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিকী জানান, জামায়াতের চান্দগাঁও থানা উত্তর শাখার আমির হাসান মোহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহকারী বায়তুল মাল সম্পাদক মো. ইস্কান্দারসহ ১৯ জনকে আটক করা হয়েছে।


চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রাতে একটা বাসায় জামায়াত-শিবিরের লোকজন গোপন বৈঠকে বসেছিলেন। সেখানে তারা নগরীতে নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।


তিনি আরো জানান, আটকদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

Post Top Ad

Responsive Ads Here