সময় সংবাদ ডেস্কঃ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ১৮ হাজার ৮৫১ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশের অন্যান্য বিভাগের চেয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগ ছাড়াও খুলনা বিভাগে করোনায় মারা গেছেন ৩৩ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগেও করোনা আক্রান্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৩৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

