রাষ্ট্রীয় সফরে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন নৌবাহিনী প্রধান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ২৩, ২০২১

রাষ্ট্রীয় সফরে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন নৌবাহিনী প্রধান

 



সময় সংবাদ ডেস্কঃ



রাশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভ (Admiral Nikolai Anatolyevich Yevmenov) এর আমন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল আজ শুক্রবার রাষ্ট্রীয় সফরে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। 

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তি বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। 


রাশিয়া সফরকালে নৌবাহিনী প্রধান আগামী ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিতব্য ৫ম মেইন নেভাল প্যারেড (5th Main Naval Parade) এ অংশগ্রহণ করবেন। এসময় নৌবাহিনী প্রধান উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত নৌবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান (Commander-in-Chief) এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভ (Admiral Nikolai Anatolyevich Yevmenov) এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া নৌবাহিনী প্রধান দেশটির নৌবাহিনী জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।






উল্লেখ্য, রাষ্ট্রীয় সফর শেষে বাংলাদেশ নৌবাহিনী প্রধান আগামী ৩০ জুলাই ২০২১ তারিখে দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যায়।

Post Top Ad

Responsive Ads Here