পদ্মায় জেলের জালে ২৬ কেজি ওজনের বিশাল এক পাঙ্গাস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ২৮, ২০২১

পদ্মায় জেলের জালে ২৬ কেজি ওজনের বিশাল এক পাঙ্গাস


 


রাজবাড়ী প্রতিনিধিঃ 

দৌলতদিয়ার পদ্মা নদীর ৭ নং ফেরি ঘাটের অদুরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পরেছে ২৬ কেজি ওজনের বিশাল একটি পাঙ্গাস মাছ । পরে মাছটি ৩৯হাজার টাকায় বিক্রি হয়েছে।

 বুধবার (২৮জুলাই) মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে পরান হলদারের জালে সকাল ১০টার সময় বিশাল একটি পাঙ্গাস মাছ ধরা পড়ে।

জেলে পরান বুধবার সকাল ১০ টার দিকে নৌকায় থেকে মাছটি দৌলতদিয়া বাজারে দুলাল মন্ডলের আড়ৎতে নিয়ে আসলে উন্মুক্ত ওয়াকশনের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী লালচাঁদ ও মাসুদ মোল্লা মাছটি ১৪' শ ৫০ টাকা কেজি দরে মোট ৩৭ হাজার ৭' শ টাকা দিয়ে মাছটি কিনে নেয়। এ সময় বিশাল আকারের মাছটি দেখতে সেখানে উৎসুক জনতারা ভিড় জমায়।

 পরে মাছটি ১ হাজার ৫'শ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার টাকায় ঢাকার এক কাঁচামাল ব্যবসায়ীর নিকট মাছটি বিক্রি করেন।

Post Top Ad

Responsive Ads Here