টি-২০ র‍্যাংকিংয়ে সাকিব, সৌম্য, রিয়াদের উন্নতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ২৮, ২০২১

টি-২০ র‍্যাংকিংয়ে সাকিব, সৌম্য, রিয়াদের উন্নতি


 

সময় সংবাদ  ডেস্কঃ


জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে দারুণ পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। এর ফলও হাতেনাতে পেয়েছেন তারা। বুধবার আইসিসি প্রকাশিত সবশেষ টি-২০ র‍্যাংকিংয়ে প্রত্যেকেরই অবস্থার উন্নতি হয়েছে। 

ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন ওপেনার মোহাম্মদ নাইম। তিনি আছেন ৩২তম স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা হওয়া সৌম্য সরকারের উত্থান ঘটেছে ১২ ধাপ। তিনি উঠে এসেছেন ৩৪তম স্থানে।


এছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও সৌম্যের সঙ্গে যৌথভাবে ৩৪তম স্থানে অবস্থান করছেন। একই অবস্থানে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও। এছাড়া সাকিব আল হাসান বেশ কয়েক ধাপ এগিয়ে ৬২তম স্থানে উঠে এসেছেন।


অনান্যদের মধ্যে লিটন দাস ৪৩তম, তামিম ইকবাল ৬৮তম ও মুশফিকুর রহিম ৭৭তম অবস্থানে আছেন। জিম্বাবুয়ে সিরিজে পারফর্ম না করায় তিনজনই পয়েন্ট খুইয়েছেন। শীর্ষ একশতে বাংলাদেশিদের মধ্যে আছেন সাব্বির রহমানও (৮৭তম)।

Post Top Ad

Responsive Ads Here