লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ১৬০ জনকে জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ২৬, ২০২১

লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় ১৬০ জনকে জরিমানা


 

সময় সংবাদ ডেস্কঃ


করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে বিধিনিষেধ লঙ্ঘন করায় ডিএমপি অধ্যাদেশ আইনে ১৬০ জনকে বিভিন্ন পরিমাণ টাকা জরিমানা করেছেন আদালত। এদের মধ্যে অধিকাংশকেই ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। 

সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী ও শহিদুল ইসলামের আদালত তাদের এই জরিমানা করেন। জরিমানা টাকা দেওয়ার পর হাজতখানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।


এ বিষয়ে আদালতের হাজতখানার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ১৬০ জনকে আদালতে আনা হয়। তাদের প্রত্যেককে ডিএমটি অধ্যাদেশ আইনে বিভিন্ন পরিমাণ টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে অধিকাংশকেই ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দেওয়ার পর হাজতখানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here