সময় সংবাদ ডেস্কঃ
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ে গত সপ্তাহে প্লাবিত হওয়া একটি হাইওয়ে টানেলের ভেতর থেকে আরও ১০ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে।
বুধবার রাতে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
চায়না সেন্ট্রাল টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ধারকারীরা টানেলের ভেতর আটকা থাকা আর একজন শ্রমিকের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারেননি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
গত ১৫ জুলাই শিজিংশান টানেলের ভেতর হঠাৎ পানি ঢুকতে শুরু করে। এটি তৈরি হচ্ছে একটি বৃহৎ জলাধারের নিচ দিয়ে। টানেলটি প্লাবিত হওয়ায় এর প্রবেশদ্বার থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে আটকা পড়েন ১৪ শ্রমিক।
এই নিয়ে মার্চ থেকে এ টানেলটিতে দ্বিতীয় দুর্ঘটনা ঘটল। আগের দুর্ঘটনায় টানেলের কিছু অংশ ধসে দুই শ্রমিক নিহত হয়েছিল।
এই টানেলটি চীনের গুয়াংডং প্রদেশের জুহাইয়ের গুরুত্বপূর্ণ একটি এক্সপ্রেসওয়ের অংশ যা উপকূলীয় শহরটিকে প্রতিবেশী ম্যাকাও ও হংকংকে সংযোগকারী একটি সেতুর সঙ্গে যুক্ত করেছে।

