ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী চারঘাট পৌরসভা সারদা বাজারের ঈদের দিনে বাংলাদেশ পুলিশ একাডেমী (বিপিএ) জামেমসজিদের একটি দোকান আগুনে পুড়ো ছাঁই হয়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠানের সমস্তরকম মালামাল আগুনে পুড়ে ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের সবায় ঈদের আনান্দ উপভোগ করতে পারেনি। ব্যবসায়ী ওয়েহেদুল ইসলাম জুযেল জানায়, ঈদের নামাজ চলাকালীন সময়ে দোকানে আগুনের সূত্রপাত হয়। বাংলাদেশ পুলিশ একাডেমী জামেমসজিদের সংলগ্ন দোকানে আগুন দেখে উপস্থিত মুসল্লিরা নানাভাবে আগুন নেভানোর চেষ্টা করে। যার প্রায় ৩লক্ষ টাকার মালামাল পড়েগেছে। ওই সময়ে বিপিএর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদস্থ সদস্য এবং স্থানীয়রা সহযোগীতা করেন। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে। এই বক্তব্য সম্মতি প্রাকাশ করে ভুক্তভোগীর বড় ভাই মাহমুদ হাসান রানা বলেন, তার ছোট ভাই এই দোকানে মোবাইল বিক্রয়, সার্ভিস এবং কস্পিটারে কাজ করে সংসার পরিচালনা করছে। তবে ঈদের দিনে তাদের পরিবারের একটি বিপর্যয় নেমে এসেছে। পরিশেষ তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সহযোগীতার দাবি জানিয়েছন। সারদা বাজার কমিটির সভাপতি কাজি তনু বলেন, বিপিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগীতা পেলে ওই ব্যবসায়ী আবার তার ব্যবসা শুরু করতে পারবে।
