বিএসএমএমইউতে ৩১ জুলাই চালু হচ্ছে হাজার শয্যার ফিল্ড হাসপাতাল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ২৫, ২০২১

বিএসএমএমইউতে ৩১ জুলাই চালু হচ্ছে হাজার শয্যার ফিল্ড হাসপাতাল


 


সময় সংবাদ ডেস্কঃ


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৩১ জুলাই থেকে করোনা আক্রান্ত রোগীদের জন্য এক হাজার শয্যার ফিল্ড হাসপাতাল চালু হবে।

রোববার চালু হতে যাওয়া ফিল্ড হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


মন্ত্রী বলেন, আগামী শনিবার (৩১ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিএসএমএমইউয়ে ফিল্ড হাসপাতালটি চালু করা হবে। এখানে ২০০ আইসিইউ, এইচডিইউসহ এক হাজার শয্যা থাকছে।


সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা দেওয়ার কোনো বিকল্প নেই। এছাড়া আমরা ২১ কোটি টিকার ব্যবস্থা করেছি। সরকারের প্রতি মাসে এক কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।


এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় বিএসএমএমইউ কনভেনশন সেন্টারসহ রাজধানীর পাঁচটি স্থানে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে।


Post Top Ad

Responsive Ads Here