রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ২৫, ২০২১

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু


 


সময় সংবাদ ডেস্কঃ


রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রতিদিনেই বৃদ্ধি পাচ্ছে। এক দিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে। 

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগে মুত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জন। শনিবার বিভাগে মৃত্যের সংখ্যা ছিল ১৫ জন। আর আক্রান্তের সংখ্যা ছিল ৩২৬ জন। 


গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২০ জন। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৩২৬ জন। চলতি মাসের পঁচিশ দিনে বিভাগে করোনায় প্রাণ হারাল ৩১৪ জন।


রোববার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম জানান, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার ৪ জন, পঞ্চগড়ে ২ জন, লালমনিহাটে ৩ জন, কুড়িগ্রামে ১ জন, ঠাকুরগাঁয়ের ৩ জন, দিনাজপুরে ২ জন ও গাইবান্ধায় ১ জন রয়েছেন। 

রংপুর বিভাগের ৮ জেলায় ৩ হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষা করে ৯২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২০০ জন, পঞ্চগড়ে ৮২, নীলফামারীর ১১২, লালমনিরহাটে ২৯, কুড়িগ্রামের ১২৮, ঠাকুরগাঁওয়ে ১০২, দিনাজপুরে ১৮২ ও গাইবান্ধায় ৮৫ জন রয়েছেন। নতুন করে মারা যাওয়া ৬৫ জনসহ বিভাগে করোনায় মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৮ জন। 


এর মধ্যে রংপুরে ১৭৩ জন, পঞ্চগড়ে ৫১, নীলফামারীতে ৬৩, লালমনিহাটে ৫০ জন, কুড়িগ্রামে ৪৬ জন, ঠাকুরগাঁওয়ে ১৬০, দিনাজপুরে ২৫৬, গাইবান্ধায় ৩৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪২ জন। নতুন শনাক্ত ৯২০ জনসহ বিভাগে ৪০ হাজার ৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুর জেলায় ৮ হাজার ৭৭৭ জন, পঞ্চগড় জেলায় ২ হাজার ২৫১ জন, নীলফামারী জেলায় ৩ হাজার ১৪৮ জন, লালমনিহাট জেলায় ২ হাজার ৭৭ জন, কুড়িগ্রাম জেলায় ২ হাজার ৯৯৭ জন, ঠাকুরগাঁ জেলায় ৫ হাজার ৫৪১ জন, দিনাজপুর জেলায় ১১ হাজার ৮৮৫ জন এবং গাইবান্ধা জেলায় ৩ হাজার ৩৯০ জন রয়েছেন। 


করোনাভাইরাস শনাক্তের শুরুর পর থেকে রংপুর বিভাগে ২ লাখ ২ হাজার ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৪০ হাজার ৬৬ জন করোনা রোগী পাওয়া গেছে। এরমধ্যে মারা গেছে ৮৩৮ জন । আর সুস্থ হয়েছেন ২৯ হাজার ৯৭৪ জন। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়।

Post Top Ad

Responsive Ads Here