জমিতে কীটনাশক ছিটাতে গিয়ে লাশ হলেন কৃষক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২৭, ২০২১

জমিতে কীটনাশক ছিটাতে গিয়ে লাশ হলেন কৃষক


 


সময় সংবাদ ডেস্কঃ


দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের জমিতে কীটনাশক ছিটাতে গিয়ে বিষক্রিয়ায় মকলেছার রহমান নামে ৬০ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে ফুলবাড়ী পৌর শহরের স্বজনপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। মকলেছার রহমান একই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।


মকলেছার রহমানের ভাবি জেবুন নেছা জানান, দুপুর ১২টার দিকে নিজের জমিতে কীটনাশক ছিটাচ্ছিলেন মকছেদুর। একপর্যায়ে হঠাৎ মাথা ঘুরে জমিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কীটনাশক ছেটানোর সময় বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চামেলী বেগম বলেন, জমিতে কীটনাশক ছেটানোর সময় গরমে স্ট্রোক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here