বগুড়ায় তিন হাসপাতালে আরো ১৫ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ২৩, ২০২১

বগুড়ায় তিন হাসপাতালে আরো ১৫ জনের মৃত্যু


 


সময় সংবাদ ডেস্কঃ


বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন ও উপসর্গ নিয়ে আরো ১৪ জন মারা গেছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনায় নতুন মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৫২৭ জনে।


শুক্রবার সকালে করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক। 


ডা. সাজ্জাদ-উল-হক বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২১৫টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৪ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮২ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩৯ শতাংশ। 

তিনি বলেন, বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৯০৭ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১৯ জন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। 


সংশ্লিষ্ট হাসপাতালগুলো সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ও উপসর্গে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ১ জন ও ১৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

Post Top Ad

Responsive Ads Here