সময় সংবাদ ডেস্কঃ
আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে বহুলপ্রতীক্ষিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। দু’দলের মাঠের লড়াই শুরু হতে বাকি মাত্র ৭ দিন। কিন্তু এখনো ঢাকায় নেই কোন দল। জানা গেছে, দুই দলই একই দিনে বাংলাদেশে আসবে। তবে পার্থক্যটা থাকবে সময়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে এখনো সেখানেই অবস্থান করছে বাংলাদেশ দল। একই দল নিয়ে অজিদের বিপক্ষে খেলবে টাইগাররা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। বর্তমানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থান করছে তারা। সেখান থেকেই সরাসরি বাংলাদেশ আসবে ম্যাথু ওয়েডের দল।
জানা গেছে, দুই দলই একই দিনে ঢাকায় পৌঁছাবে। আগামী বৃহস্পতিবার সকাল ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে টাইগার বাহিনী। এর আগে আগামী ২৮ জুলাই (বুধবার) স্থানীয় সময় সকালে হারারে থেকে দেশের উদ্দেশ্যে সাকিব-রিয়াদদের বিমান যাত্রা শুরু হবে। হারারে থেকে প্রথমে জোহানেসবার্গ, তারপর কাতারের রাজধানী দোহা হয়ে ঢাকায় এসে পৌঁছাবে টাইগারদের বহর।
২৯ জুলাই দেশে ফিরেও কোন ক্রিকেটার নিজ বাসায় যেতে পারবেন না। সেই সুযোগও নেই। কারণ দরজায় কড়া নাড়ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ। আগামী ৩ আগস্ট থেকে শুরু পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সে লক্ষ্যে দেশে ফিরেই টিম বাংলাদেশের প্রতিটি ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফকে সোজা জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হবে।
তাই জাতীয় দলের বহর বিমানবন্দর থেকে সরাসরি চলে যাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে তিনদিন বিরতির পর আগামী ১ আগস্ট থেকে আবার শুরু অনুশীলন। দুইদিন প্র্যাকটিসের পর ৩ আগস্ট প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
অন্যদিকে সব কিছু ঠিক থাকলে আগামী ২৯ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীতে এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দলটির নিয়মিত টি-২০ স্কোয়াডের বেশ কজন সদস্য বাংলাদেশ সফরে আসবেন না। এছাড়া শেষ দিকে ইনজুরির শিকার হয়ে বাংলাদেশ সফর থেকে ছিটকে পড়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চও।
পাঁচ ম্যাচ সিরিজের শেষ চারটি টি-২০ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট।