আ’লীগের ৩টি গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষ, ১৪৪ ধারা জারি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ০৬, ২০২১

আ’লীগের ৩টি গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষ, ১৪৪ ধারা জারি




আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালী জেলা শহর মাইজদীতে জেলা আ.লীগের কমিটি গঠন নিয়ে আ’লীগের ৩টি গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার মাইজদী শহর ও আশপাশ ( মাইজদী, দত্তেরহাট, সোনাপুর) এলাকায় এলাকায় ১৪৪ ধারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট ও ডিসি মোহাম্মদ খোরশেদ আলম খান। 


রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। তিনি আরও জানান, ১৪৪ ধারা চলার সময় মাইজদী শহর ও আশপাশ ( মাইজদী, দত্তেরহাট, সোনাপুর) এলাকায় মধ্যে ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র‌্যালি, শোভাযাত্রা, যেকোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সব এলাকায় চারজনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না।


এর আগে, রোববার বিকেল ৫টার দিকে আগামীকাল সোমবারের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে মাইজদী শহরের টাউন হল মোড়ে ৩টি গ্রুপের নেতাকর্মিরা অবস্থান নেয় এবং পাল্টাপাল্টি স্লোগন দেয়। এ সময় তুমুল উত্তোজনা ছড়িয়ে পড়ে। 


পুলিশ সূত্রে জানায়, বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নোয়াখালীর মাইজদীর টাউন হল মোড় থেকে রশিদ কলোনী পর্যন্ত আবদুল মালেক উকিল প্রধান সড়কে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে পুলিশ এসে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Post Top Ad

Responsive Ads Here