২৪ ঘণ্টায় দেশে টিকা নিলেন প্রায় পৌনে পাঁচ লাখ মানুষ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ০৬, ২০২১

২৪ ঘণ্টায় দেশে টিকা নিলেন প্রায় পৌনে পাঁচ লাখ মানুষ




নিজস্ব প্রতিবেদকঃ



 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা টিকা নিয়েছেন আরও চার লাখ ৬৬ হাজার ৮৪০ জন। এদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৫৯ হাজার ৪০১ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৭ হাজার ৪৩৯ জন।


প্রথম ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ এক লাখ ৩২ হাজার ২৪৪ জন ও নারী এক লাখ ২৭ হাজার ১৫৭ জন রয়েছেন। পুরুষদের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৫৫২ জন এবং নারী ৯০ হাজার ৮৮৭ জন।



এ পর্যন্ত মোট টিকাগ্রহীতার সংখ্যা দুই কোটি ৮০ লাখ ৭৪ হাজার ১৫৬ জন। এদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৪০৮ জন ও দ্বিতীয় ডোজের ৮৭ লাখ ৩৩ হাজার ৭৪৮ জন।


রোববার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর, এইচআইএস অ্যান্ড ই-হেলথ ) অধ্যাপক ডা. মিজানুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।




বিকেল ৫টা পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা তিন কোটি ৯১ লাখ ৩৫ হাজার ৯৫৬ জন। এদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিন কোটি ৮৬ লাখ ২০ হাজার ৪০১ জন ও পাসপোর্টের মাধ্যমে পাঁচ লাখ ১৫ হাজার ৫৫৫ জন নিবন্ধন করেন।

Post Top Ad

Responsive Ads Here