নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী বছর থেকে চালু হবে।
রোববার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শন শেষে বনানী-২৭ নম্বর এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হবে। এটি চালু হওয়ার পরে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত যানজট অনেকটা কমে যাবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল নিয়ে দলের সভাপতি শেখ হাসিনা কোনো নির্দেশনা দেননি। সেপ্টেম্বর মাসের ৯ তারিখে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং হবে। সেখানে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

