হাসপাতালে ঘোরাঘুরি শেষে ইভ্যালির রাসেল অবশেষে আবারো থানায় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১৮, ২০২১

হাসপাতালে ঘোরাঘুরি শেষে ইভ্যালির রাসেল অবশেষে আবারো থানায়


 



নিজস্ব প্রতিবেদকঃ


অ্যাসিডিটির সমস্যায় অসুস্থবোধ করায় রাজধানীর দুই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে। তবে রাতেই তাকে গুলশান থানায় নেয়া হয়েছে।

শুক্রবার রাত ১২টার দিকে গুলশান থানার ডিউটি অফিসার এএসআই অলিন্দ্র বলেন, মো. রাসেল এখন সুস্থ আছেন। গুরুতর কোনো শারীরিক সমস্যা না থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। 


গুলশান থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে মো. রাসেল হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। তাকে একটি গাড়িতে করে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। রাত ১০টা ২৮ মিনিটে সেখানে পৌঁছালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করেন। 


পরে রাত ১১টা ১০ মিনিটে মিডফোর্ড হাসপাতালের উদ্দেশ্যে ঢামেক থেকে রাসেলকে নিয়ে যাওয়া হয়। মিডফোর্ড হাসপাতালে চিকিৎসা শেষে তিনি সুস্থবোধ করায় এবং গুরুতর শারীরিক সমস্যা না থাকায় তাকে রাত ১২টায় গুলশান থানায় নিয়ে আসা হয়। 


এএসআই অলিন্দ্র আরো বলেন, গত কয়েকদিন ধরে মো. রাসেলের খাওয়া-দাওয়ায় অনিয়ম চলছিল বলে জানতে পেরেছি। এ কারণে তার অ্যাসিডিটির সমস্যা হয়। দুই হাসপাতালে চিকিৎসার পর তিনি এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাকে রাত ১২টায় আবার থানায় নিয়ে আসা হয়েছে। 


ইভ্যালির এক গ্রাহক অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়েরের পর গত বৃহস্পতিবার বিকেলেই রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরীনকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের র‍্যাব সদরদফতরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ দুজন বর্তমানে ৩ দিনের রিমান্ডে রয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here