রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০৯, ২০২১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি


 


সময় সংবাদ ডেস্কঃ




রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে যাত্রাবাড়ি ও গাবতলীতে এসব দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, যাত্রাবাড়িতে নিহতের নাম তাবরিজ স্বপন (৬০)। আর গাবতলীতে নিহত হয় শাহাদাত (১৭) নামের এক কিশোর।



যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, শুক্রবার রাত ৯টার দিকে যাত্রাবাড়ি স্পিডবাগ সিএনজি পাম্প সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনায় স্বপন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।


নিহত স্বপন পরিবারের সঙ্গে কদমতলী মেরাজ নগর এলাকায় থাকতেন। তার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়।



মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।

এদিকে, দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) বায়েজিদ মোল্লা জানান, রাত সাড়ে ১২টার দিকে গাবতলী তিন রাস্তার মোড়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই শাহাদাত নামের এক কিশোর মারা যায়। সে নির্মাণাধীন ভবনে রাজ মিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করত।

নিহত শাহাদাতের বাবার নাম রইসউদ্দিন।


তার বাড়ি গাইবান্ধা জেলায়। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোরহওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here