৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১

৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক


  


জেলা প্রতিনিধিঃ


কক্সবাজারের রামু উপজেলায় এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে উপজেলা কলঘর এলাকা ও মরিচ্যা চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- রামুর চাকমারকুল এলাকার গোলাম আক্তারের ছেলে নুরুল আলম ও কক্সবাজার খরুলিয়া ডিঙগাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে জসিম উদ্দিন।


বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম ফারুক। 


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। রামুর কলঘর নামক স্থানে ক্রিষ্টাল মেথ (আইস) বেচাকেনা করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবির নায়েক মো. সোহেল রানা আসামিকে দৌড়ে ঝাপটে ধরার চেষ্টা করলে আসামি তার হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় মাদব ব্যবসায়ী নুরুল আলমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। 




বিজিবির অধিনায়ক জানান, দ্বিতীয় অভিযানে কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়। প্রথমে মাদকের সন্ধান পাওয়া যায়নি। পরে ডগ স্কোয়াডের সহযোগিতায় গাড়ির সিটের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সিএনজিটিও জব্দ করা হয়। আটককৃত মাদকের মূল্য প্রায় এক কোটি টাকা।

Post Top Ad

Responsive Ads Here