পাওয়ার টিলার উল্টে চালকের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১

পাওয়ার টিলার উল্টে চালকের মৃত্যু


 


জেলা প্রতিনিধিঃ



চুয়াডাঙ্গায় ওভারটেক করতে গিয়ে পাওয়ার টিলার উল্টে রাশেদুল ইসলাম রাশু নামে ৩২ বছর বয়সী এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার সরোজগঞ্জ-গড়াইটুপি সড়কের খুজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল গড়াইটুপি গ্রামের খালপাড়ার ফজলু হোসেনের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সরোজগঞ্জ থেকে খড়বোঝাই পাওয়ার টিলার নিয়ে গড়াইটুপিতে আসছিলেন রাশেদুল। এ সময় আলডাঙ্গা থেকে ছেড়ে আসা শ্যালো মেশিনচালিত খড়বোঝাই লাটাহাম্বা আন্দুলবাড়িয়ায় আসছিল। খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে পাওয়ার টিলারকে ওভারটেক করতে যান লাটাহাম্বার চালক। একপর্যায়ে দুই গাড়ির বিচুলি চাপে পাওয়ার টিলারটি উল্টে যায়। এতে পাওয়ার টিলারের ইঞ্জিনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক রাশেদুল।


দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর বলেন, ওভারটেক করতে গিয়ে লাটাহাম্বায় থাকা খড়ের চাপে উল্টে যায় পাওয়ার টিলারটি। এতে ঘটনাস্থলেই পাওয়ার টিলারের চালক নিহত হন। এ ঘটনায় লাটাহাম্বার চালকসহ তিনজনকে আটক করে পুলিশ। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

Post Top Ad

Responsive Ads Here