ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১

ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা


  


জেলা প্রতিনিধিঃ


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসার আঙিনার পাশ থেকে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

মঙ্গলবার রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার নতুন আইলপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। তানিয়া আক্তার নামের ২২ বছর বয়সী ওই তরুণী বরগুনার আমতলী উপজেলার সেলিম খানের মেয়ে। তিনি দুই বোনকে নিয়ে আইলপাড়া এলাকায় ভাড়া থেকে অন্যের বাড়িতে কাজ করতেন।


সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গ্রামেই তানিয়ার বিয়ে হয়। তালাক হওয়ার পর দুই বোনকে নিয়ে আইলপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ওই সময় কে বা কারা কেন তাকে গলা কেটে হত্যা করেছে জানা যায়নি।


তিনি বলেন, তার সঙ্গে ধস্তাধস্তি করা হয়েছে সেই আলামত পাওয়া গেছে। ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে তাকে গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে।

Post Top Ad

Responsive Ads Here