বোয়ালমারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৯, ২০২১

বোয়ালমারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

 


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর)  :

"আপনার অধিকার, আপনার দায়িত্ব " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৯.১২.২১) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে  ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে । এর আগে সকাল ১০ টায়  আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের  পতাকা উত্তোলন করা হয়। 


উপজেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো: রেজাউল করিম। 


সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেখা পারভীন,  বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ খালেদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো: নুরুল আলম, উপজেলা আওয়ামী  লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়,কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো: ফরিদ আহমেদ, বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক  মো: আব্দুল আজিজ প্রমুখ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন বোয়ালমারী উপজেলার সভাপতি অধ্যক্ষ মো: লিয়াকত হোসেন লিটন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা  সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: রাকিবুল হাসান।





Post Top Ad

Responsive Ads Here