দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে নিহত-১,আহত-১২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১৪, ২০২১

দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে নিহত-১,আহত-১২



দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ  


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। নিহত কৃষক নজির হোসেন (৫০) মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত মেহের বখতের ছেলে। সোমবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা,গত রোববার (১২ ডিসেম্বর) বিকেলে মান্নারগাঁও গ্রামের মদরিছ মিয়ার পালিত গরু নিহত কৃষক নজির হোসেনর আমন ক্ষেতে ডুকে পাকা ধান খেয়ে ফেলে এতে নজির হোসেন গরুটিকে ধান ক্ষেত থেকে বের করে দিলে ক্ষিপ্ত হন মদরিছ মিয়া। একপর্যায়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে মান্নারগাঁও ও জালালপুর দুই গ্রামের মধ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হন কৃষক নজির হোসেনসহ ১১ জন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে নজির হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, রবিবার গরুর ধান খাওয়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় চার জনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here