মেহেরপুর পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মেহেরপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে পুলিশ লাইন ড্রিলসেড মিলনায়তনে পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় তিনি বলেন, সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে।পরে সেখানে মাদক উদ্ধার সহ বিভিন্ন সফলতা অর্জনকারী কয়েকজন পুলিশের কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। এসময় পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের সিদ্ধান্ত দেয়া হয়। মাসিক কল্যাণ সভায় মেহেরপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
মেহেরপুরের দারিয়াপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ব্যবসায়ীর জরিমানা
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুরে ভ্রাম্যমান আদালত নকল ও পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত নয়ন বিড়ি ও আগাম স্বাস্থ্য সতর্কতা সম্বলিত কাগজপত্র বিহীন টপটেন সিগারেট উদ্ধার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিযাপুর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দারিয়াপুর বাজারে আফ্রিদির স্টোর থেকে ২৬ হাজার ৫০০ শলাকা নয়ন বিড়ি ও আগাম স্বাস্থ্য সতর্কতা সম্বলিত কাগজপত্র বিহীন ২৩ হাজার ২০০শলাকা টপটেন সিগারেট জব্দ করা হয়। ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ১০ ধারা ও বিধিঃ২০১৫ এর ৯ এর১(ঙ)মতে মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা হয় এবং দোকান মালিকের নিকট থেকে ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেহেরপুরে নাসিরুদ্দিন মীরু স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব
বিরাজ সত্য সুন্দরঃ স্মৃতিতে-স্মরণে নাসিরুদ্দিন মীরু স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব,মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে মোহাম্মদ নাসিরুদ্দিন মীরু স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নাসিরউদ্দিন মীরুর ছোট ভাই ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলাকে ভালবেসে বার বার ফিরে আসা খুলনা বিভাগের সাবেক বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ। মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো’র সঞ্চালনায় স্মতিচারণমূলক বক্তব্য রাখেন নাসির উদ্দিন মীরুর বন্ধু মীর রওশন আলী মনা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ ইব্রাহীম শাহীন , জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ মারুফ আহম্মদ বিজন,শিক্ষক এনামুল আজিম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন,সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু,মেহেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক নূরুল আহমেদ,সহিউদ্দিন ডিগ্রী কলেজ এর ভাইস প্রিন্সিপাল ও মুজিবনগর খবর ডটকমের সম্পাদক মহসিন আলী আঙ্গুর,মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক মোস্তাফিজুর রহমান তুহিন অরণ্য, প্রবীণ চিত্রশিল্পী গোলাম মোস্তফা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানা বোস, নাট্য শিল্পী আনোয়ারুল হাসান, রাজনৈতিক ব্যক্তিত্ব বেলাল হোসেন, শিক্ষক শাশ্বত নিপ্পন, মুজিবনগর খবর ডটকমের উপদেষ্টা সম্পাদক এম এ হাসান সুমন, সিনিয়র রিপোর্টার শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে নাসিরুদ্দিন মীরু স্মরণে স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি আব্দুস সামাদ।
মেহেরপুরে গাছের সাথে শত্রুতা
মেহেরপুরে গাছের সাথে শত্রæতার অভিযোগ উঠেছে। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রামে পলির মাঠে মনিরুল ইসলাম মনার জমিতে মেহগনির চারা গাছসহ ফসলি আবাদি জমির কলমি শাক ও মূলার সব্জি নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তারা।গতকাল সোমবার বিকালে জমির মালিক মনিরুল ইসলাম মনা বলেন, আমি দীর্ঘদিন মালেশিয়া ছিলাম লক ডাউনের কারণে আমি আর বিদেশে না যেতে পেরে দেশে আমার নিজের জমিতে সব্জির চাষ করি। আমার জমির চারিপাশে মেহগনি ও সেগুন গাছের চারা লাগিয়ে বাউন্ডারি করে দেয়। ইউপি নির্বাচন শেষ হওয়ার দু’দিন পর কে বা কারা মেহগনি ও সেগুন গাছের চারার মাঝখানে কোপ দিয়ে কেটে রেখে যায়। আজ সকালে জমিতে গিয়ে দেখি আবারো কে বা কারা মেহগনি ও সেগুন গাছের চারা সহ জমিতে থাকা সব্জি গুলোও নষ্ট করে দিয়েছে। তিনি আরো বলেন, আমার সাথে কারো শত্রæতা নেই। কেন যে এগুলো করেছে তা আমি জানিনা। বুড়িপোতা ইউপি’র ৫ নং ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন লাল্টু বলেন, বিষয়টি শোনার পর আমি সরেজমিনে পরিদর্শন করেছি। জমির মালিক যদি আইনগত ব্যবস্থা নেয় তাহলে আমি তাকেসহযোগিতা করব।
মেহেরপুর জেলা প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময়
মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের সাথে মেহেরপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, মাশতুরা আমিনা, মিথিলা দাস,নাহিদ হোসেন সহ মেহেরপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মেহের আমজাদ
