উচ্চ শ্বরে গান বাজানো ও নেশা বন্ধের প্রতিবাদ করায় সাংবাদিকের বাড়িতে হামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১৮, ২০২১

উচ্চ শ্বরে গান বাজানো ও নেশা বন্ধের প্রতিবাদ করায় সাংবাদিকের বাড়িতে হামলা




জেলা প্রতিনিধি রাজশাহীঃ



রাজশাহীর চারঘাট উপজেলায় উচ্চ শ্বরে গান বাজানো ও নেশা বন্ধ করার প্রতিবাদ করায় সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় কিছু বখাটে ও মাদক ব্যবসায়ী। চলামাল উচ্চ মাধ্যমিক পরিক্ষার কারনে বিভিন্ন শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হচ্ছিল। এছাড়া স্থানীয়রাও তাদের কাছে অসহায়। চারঘাট মডেল থানা বিষয়টি গুরুত্বের সহিত তদন্ত করছে। 


শুক্রবার রাত ৮টার দিকে চারঘাট পৌরসভার ৪ নং ওর্য়াডের কুঠিপাড়া গ্রামের টেলিফোন এক্সচেঞ্জ ভবনের সামনের একটি দোকানে স্থানীয় কিছু বখাটে উচ্চ শ্বরে গান বাজনো সহ গাজা ও দেশিয় চোলায় মদ পান করে ফুরতি করছিল। ওই সময় দৈনিক ভোরের কাগজ ও এশিয়ান এজ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক ওবায়দুল ইসলাম (রবি)। তাদের কার্যকলাপে সংযত থাকার পরামর্শ দেন। কিন্ত তারা বিষয়টি গুরত্ব না দিয়ে উচ্চশ্বরে গান বাজনা ও হৈহল্লুর করছিল। উপায়ন্নতর, চারঘাট মডেল থানায় ফোন দিয়ে বিষয়টি অবগত করেন সাংবাদিক। পক্ষান্তরে খুব অল্প সময়ে থানা পুলিশ তাদের সংযত হওয়ার পরামর্শ দেন। প্রসঙ্গত, দোকানদার মিজানের নেতৃত্বে গৌড়শহরপুর নতুনপাড়া গ্রামের মৃত সাবানের আলীর ছেলে মাদক ব্যবসায়ী সৌরব আলী (ডাক নাম সুরাপ মেম্বার) সহ অজ্ঞাত ৭ থেক ৮ জন বখাটে মাতাল অবস্থায় ৯.২০টার সময় সাংবাদিকের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও জ্বালানি কাঠ দিয়ে মারতে তেড়ে আসে সুরাপ মেম্বারসহ অজ্ঞাত ৭ থেক ৮ জন। 


ঘটে যাওয়া ঘটনাটি স্থানিয় প্রতিবেশিরা দেখেছে। ইতোর্পূবে সুরাপ মেম্বার র‌্যাবসহ পুলিশের হাতে আটক হয়েছে। একাদিকবার জেলহাহতে বাস করেছে। বর্তমান সে ফেন্সিডিল ও ইয়াবা বিক্রয় করে। তাকে প্রতিহত করা সম্ভব হচ্ছে না বলে গৌড়শহরপুর নতুনপাড়া গ্রামের অনেকে (নাম প্রকাশে অনিচ্ছুক)বক্তব্য দিয়েছে । ঘটনাটি সামাল দিতে সাবেক কাউন্সিলর আজাদ আক্রমানকারিদের বাধা দেন। অনাকাঙ্খিত বিষয়টি সমাধানের চেষ্টা করেন ৩ নং ওর্য়াড আ’লীগ সম্পাদক মাহফুজ। কিন্ত তাকে প্রতি উত্তর দিয়ে সুরাপ মেম্বার বলেন, সাংবাদিকের ভাগ্য যে তাকে মারতে পারিনি।  


এবিষয়ে সাংবাদিক বলেন, প্রতিনিয়িত ওই দোকানে গান বাজানো হয়। সন্ধা হলেই বিভিন্ন এলাকা থেকে অপরিচিত অনেক লোকের আনাগোনা দেখা যায়। দোকানের পিছনে পরিত্যাক্ত একটি কক্ষে জুয়ার আসর বসে এবং বিভিন্ন প্রকার নেশা বিক্রয় করে ওই সুরাপ মেম্বার। স্থানীয় পরিবেশ রক্ষার তাগিদে বাধা দেয়া হয়। যার কারনে তারা প্রান নাশের উদ্দ্যেশে আক্রমান করে সাংবাদিকের বাড়িতে। সাংবাদিকের বাড়িতে হামলার বিষয়টি গুরত্বসহকারে দেখা হবে। তদুপরি অভিযোগ সাপেক্ষে দোষিদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।         


Post Top Ad

Responsive Ads Here