ট্রলার থেকে পড়ে গিয়ে জেলে নিখোঁজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১৮, ২০২১

ট্রলার থেকে পড়ে গিয়ে জেলে নিখোঁজ


  


জেলা প্রতিনিধিঃ



বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে দক্ষিণে বঙ্গোপসাগরে বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে শাহিন পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা জেলে পল্লীর আব্দুস সোমেদ মিয়ার ছেলে। তাকে উদ্ধারে জেলা মালিক সমিতি অনুসন্ধান চালাচ্ছে।


বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত বৃহস্পতিবার ভোররাতে এফবি সিমা-২ ট্রলারের এক পাশে বসেছিলেন জেলে শাহিন। এরপর বৈরী আবহাওয়ার কারণে ট্রলার থেকে ছিটকে পড়ে যান। সেই থেকে তার খোঁজ মেলেনি। গত ৮ ডিসেম্বর পাথরঘাটা ঘাট থেকে ১২ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে যায় ট্রলারটি।


তিনি আরো জানান, শুক্রবার সকালে পাথরঘাটা থেকে নিখোঁজ শাহিনের অনুসন্ধানে বঙ্গোপসাগরে তিনটি ট্রলার পাঠিয়েছে জেলা ট্রলার মালিক সমিতি।


কোস্ট গার্ড দক্ষিণ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট হারুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

Post Top Ad

Responsive Ads Here