বিপিসিএস ভবনে করোনা ভাইরাস টিকার বুস্টার ডোজ পরীক্ষামূলকভাবে দেওয়া হবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১৮, ২০২১

বিপিসিএস ভবনে করোনা ভাইরাস টিকার বুস্টার ডোজ পরীক্ষামূলকভাবে দেওয়া হবে






সময় সংবাদ ডেস্কঃ


 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোববার সকালে মহাখালীর বিপিসিএস ভবনে করোনা ভাইরাস টিকার বুস্টার ডোজ পরীক্ষামূলকভাবে দেওয়া হবে। টিকার বুস্টার ডোজ ষাটোর্ধ্ব এবং সম্মুখ সারির লোকজনদের দেওয়া হবে।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।


জাহিদ মালেক বলেন, দুই ডোজ টিকা যারা দিয়েছে, আর তাদের টিকা দেওয়ার বয়স ছয় মাস হলে এই বুস্টার ডোজ দেওয়া হবে। এছাড়া যারা ষাটোর্ধ্ব তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হবে।


বুস্টার ডোজের এই টিকা কার্যক্রম চলমান থাকবে জানিয়ে তিনি আরো বলেন, টিকার কোনো অভাব হবে না। ফাইজারের টিকাই আপাতত বুস্টার হিসেবে ব্যবহার করা হবে। কারণ এটিকে ডাব্লিউএইচও অনুমোদন দিয়েছে। কয়েক লাখ ফাইজারের টিকা আমাদের হাতে আছে। আগামী মাসে আরো দুই কোটি টিকা আসবে। এর মধ্যে ১১ লাখ টিকা দিয়েছি এবং হাতে আরো ৫ কোটি টিকা আছে।


এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here