জমি নিয়ে বিরোধ,দোকানিকে কুপিয়ে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১৮, ২০২১

জমি নিয়ে বিরোধ,দোকানিকে কুপিয়ে হত্যা


 

সময় সংবাদ ডেস্কঃ



চট্টগ্রামের মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে আবুল কাশেম নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার হাউতকান্দি ইউনিয়নের করুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শেখ আহমেদ নামে একজনকে আটক করেছে পুলিশ।


নিহতের ছেলে মো.সুমন জানান, শুক্রবার রাতে আবুল কাশেমের বাড়ির পাশের একটি রাস্তায় মাটি ফেলেন শেখ আহমেদ। এ সময় শেখ আহমেদ তাদের কিছু জায়গা ভরাট করে ফেলেন। বিষয়টি নিয়ে শনিবার সকালে তার বাবার (আবুল কাশেম) সঙ্গে শেখ আহমেদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শেখ আহমেদ ও তার ছেলে মো. শাহ পরাগ তার বাবাকে (আবুল কাশেম) কিলঘুষি মারতে থাকেন। এতে তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


মিরসরাই থানার ওসি মো. মজিবুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শেখ আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Post Top Ad

Responsive Ads Here